আয়াতুল কুরসীর ফযিলত ও মাহাত্ম্য অকনক উচ্চ পর্যায়ের । সম্মান এবং মর্যাদার বিবেচনায় কুরআন মাজীদের আয়াতসমূহের মধ্যে এটি সর্বমহান, এবং সুউচ্চ আয়াত ।
হাদীসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটিকে সর্বোত্তম বলেছেন । প্রতিদিন অন্তত আকবার আয়াতুল কুরসী পাঠ করে সওয়াব অর্জন করু ।
اَللہُ لَا أِلٰہَ أِلَّا ھُوَالْحُیُّ ال۔قَیُّوْمُ ۔ لَا تَأْخُذُہُ سِنَۃٌوَّلَا نَومٌ ۔۔۔
বাংলা উচ্চারণ
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইউল কাইয়ুম। লা তা খুজুহু সিনাতুই ওয়ালা নাউম। লাহু মাফিস সামা ওয়াতি ওয়ামা ফিল আরদি। মান জাল্লাজি ইয়াসফায়ূ ইনদাহু ইল্লা বি ইজনিহি । ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়ামা খলফাহুম ওয়ালা ইয়ুহিতুনা বিশাইয়িম মিন ইলমিহি ইল্লা বিমাশায়া ওয়াসিয়া কুরসীয়ূ হুস সামাওয়াতি ওয়াল আরদি। ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা ওয়া হুওয়াল আলিউল আজীম।
(আল বাকারাহ ঃ ২৫৫)
0 Comments