মালিকানা পরিবর্তন করব কি ভাবে ? How to change ownership?
মালিকানা পরিবর্তন হলো, একটি সিম কার্ড একজনের পিঙ্গার থেকে অন্য জনের পিঙ্গারে ট্রান্সপার করা ।
বিস্তারিত
বর্তমানে আমাদের দেশে প্রায় ১০ কটির ও বেশি আছেন মোবাইল ব্যবহারকারি এবং সিমা কার্ড রয়েছে প্রায় ২০ কটির মত। তবে প্রতিটি গ্রাহক মোবাইল ব্যবহার করে ঠিকই কিন্তু সিম কার্ড নিয়ে হচ্ছে নানান সমস্যা । যেমন আগেকার সময়ে দেখা যেতো মোবাইল সেটের মত, সিম কার্ড ও যে কেও ব্যবহার করতে পারত । কিন্তু Biometric চালু হওয়ার পর দেখাগেলো নতুন সমস্যা যে, সবার NID কার্ড না থাকাই এককজনের পিঙ্গারে একাদিক সিম Biometric করা। তাই এখন আমাদের ব্যবহার করা প্রতিটি সিম কার্ড গুলোতে যে সমস্যাটি তা হল । অন্যের Biometric করা সিম কার্ড আমাকে চালাতে হচ্ছে বা আমার Biometric করা সিম কার্ড অন্যকেও চালাচ্ছে।
Biometric বা মালিকানা পরিবর্তন করার নিয়োমাবলীঃ
১। বর্তমানে যার হাতে Biometric করা:
তার পিঙ্গার ও NID কার্ড লাগবে ।
২। নতুন যার হাতে Biometric করতে চান:
তার হাতের পিঙ্গার এবং তার NID কার্ড লাগবে ।
৩। অতএব দু’জনকেই স্বসরিরে উপস্থিত থাকতে হবে ।
কোন প্রকার চার্জ লাগবে কি?
- কাস্টোমার ক্যায়ারের সেভা সম্পূর্ণ ফ্রি
- তবে দোকানের ক্ষেত্রে ৫০ টাকা চার্জ অনেকেই নিয়ে থাকে ।
0 Comments