কম্পিউটারের ইতিহাস । History of Computer
এবাকাস । Abacas
ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় চীন দেশে সর্বপ্রথম কাঠের তৈরি যন্ত্রের মাধ্যমে শিশুদের গণনা শিখানো হতো । এই যন্ত্রের নাম “এবাকাস” । এটিই কম্পিউটারের আদি পিতা বা জনক হিসেবে পরিচিত । ১৮৩৩ সালে চার্লস ব্যাবেজ “অ্যানালিটিক্যাল ইঞ্জিন” নামক একটি যন্ত্রের পরিকল্পনা করেন । এ পরিকল্পনার উপর ভিত্তি করে পরবর্তীতে অনেকে বিভিন্ন গবেয়ণা কাজ পরিচালনা করেন ।
ENIAC(Electrical Numerical Integrator And Calculator)
মেরিল্যান্ডের ব্যালিস্টিক রিসার্চ ল্যাব ১৯৪৩ সালে ইউনিভার্সিটি অফ প্যানস্যালভিনিয়ার মূর স্কুল অফ ই লকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক জন মশলী (John Mauchly) এবং তার প্রকৌশলী জে প্রেসপার ইকার্ট (J. Presper Eckert) কে এ কাজের জন্য নিয়োজিত করে । এ ENIAC প্রকল্প থেকেই জন্ম নেয় ENIAC(Electrical Numerical Integrator And Calulator) কম্পিউটার । এ কিম্পিউটার নির্মাণ কাজ শেষ হয় ১৯৪৫ সালের নভেম্বর মাসে । ত্রিশ টন ওজনের ENIAC কম্পিউটারটি প্রতি সেকেন্ডে ৫০০০টি যোগ ও ৩৫৭টি গুণ করতে সক্ষম ছিল । এক হাজার বর্গফুট জায়গা দখলকারী এ কম্পিউটার চালানোর জন্য ১৩০ থেকে ১৪০ কিলোওয়াট বিদ্যুৎ শক্তির প্রয়োজন হত । ১৯৪৪ সালে অ্যামেরিকার চারজন প্রকৌশলীর সহযোগিতায় নামে একটি স্বয়ংক্রিয় ডিজিটাল কম্পিউটার তৈরি হয় । একটি ছিল ৫১ ফুট লম্বা এবং ৮ ফুট উঁচু ।
ED SAC (Electronic Delay Storage Automatic Computer)
১৯৪৬ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মরিস উইলকিশ EDSAC (Electronic Delay Storage Automatic Computer) নামক স্বয়ংক্রিয় ইলেক্ট্রনিক্স Digital Computer প্রস্তুত করেন । রেমিংটন ব্যান্ড নামক কোম্পানি ১৯৫১ সালে ইউনিভ্যাক-১ নামে কম্পিউটার তৈরি করেন । এটি প্রথম বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত হয় । এ কম্পিউটার ক্রিসটাল ডায়োডের সু্ইচ ও ভ্যাকিউম টিউব সার্কিট ব্যবহার করা হয় । এটি একই সাথে তথ্য পাঠ, গণনা ও লেখার কাজ করতে পারতো । ট্রানজিস্টর আবিস্কৃত হওয়ার পর Computer আকারে ছোট হয়ে যেতে শুরু করে । IC ব্যবহারে কম্পিউটারের আকার আরো ছোট হতে থাকে ।
মাইক্রোপ্রসেসর । Microprocessor
কম্পিউটারের সবচেয়ে বড় বিপ্লব ঘটে মাইক্রোপ্রসেসর আবিস্কারের ফলে । ১৯৭১ সালে সর্বপ্রথম অ্যামেরিকার ইনটেল কোম্পানি মাইক্রোপ্রসেসর তৈরি করে । এটি আবিস্কারের ফলে Computer একটি বক্সের মত ছোট আকার ধারণ করে এবং কাজের গতি আরো বৃদ্ধি পায় । বর্তমানে বাজারে 3.0 GHz এর অথিক ক্ষমতা সম্পন্ন মাইক্রোপ্রসেসর পাওয়া যায় ।এ High Speed প্রসেসর স্বম্ভলিত কম্পিউটারের সাহায্যে দ্রুত ইন্টারনেট ও নেটওয়ার্কের কাজ অতি সহজে করা যাচ্ছে ।
আদান প্রদান । Input and Output
Computer এমন একটি বিদ্যুৎ চালিত যন্ত্র, যার সাহায্যে নির্ভূলভাবে ও দ্রুদ গতিতে যোগ, বিয়োগ, গুন, ভাগ ও যুক্তিমূলক সকল কাজ করা যায় । এবং ডাটা ইনপুট করলে তা নির্ভূলভাবে প্রসেসিং হয়ে আউটপুট এর জন্য প্রস্তুত হয় । ব্যবহারকরী তার প্রয়োজনানুসারে আউটপুট নিতে পারে । কম্পিউটর এর নিজস্ব কোন বুদ্ধিমত্তা নেই । মানুষের নির্দেশ অনুযায়ী কম্পিউটর কাজ করে ।
আশাকরি আপনার উপকারে আসবে
কোনও বিষয়ে জানার ইচ্ছে হলে নিচে কমেন্ট করুন ।
ভালো লাগলে আপনার বন্ধুর কাছে শেয়ার করুন।
Social Link For Digital Gallery
Facebook_Page/icon/button Facebook_Group/icon/button/FF0000 You_Tube_Channel/icon/button
0 Comments