ads

facebook tips





facebook,facebook tips,facebook tricks,facebook all settings,facebook ceo,facebook ads,live facebook,macbook,facebook song,facebook lite,facebook hack,facebook how to,facebook k raaz,facebook games,facebook hq tour,facebook bangla,facebook campus,jobs at facebook,what is facebook,facebook videos,facebook support


ফেসবুক
ইন্টারনেটে সামাজিক সম্পর্কের শক্তিশালী এক নেটওয়ার্ক হচ্ছে ফেসবুক । দূরে থাকা বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন কিংবা আপনজনদের সাথে সহজে যোগাযোগ করা যায় । এর মাধ্যমে । পুরনো বন্ধুদের সাথে নতুন করে পরিচয় ও বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে, নতুন বন্ধু খুঁজে পেতে, বিভিন্ন নেটওয়ার্কিংয়ের সাথে যুক্ত থাকতে, সামাজিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ ইত্যাদি কাজে ফেসবুকের কোনে জুড়ি নেই । জনপ্রিয় এ সাইটে রয়েছে নানা আয়োজন । ছবি শেয়ারিং, ভিডিও শেয়ারিং, বন্ধুকে ছবিতে ট্যাগ (চিন্হত) করা, বন্ধুর ছবিতে কমেন্ট করা, বিশেষ দিবস উপলক্ষে কার্ড, গিফট পাঠানো, নিজের প্রিয় বিষয়গুলোকে বন্ধুদের সাথে আলোচনা করা, প্রিয় কারো নামে ফ্যান ক্লাব তৈরি করা, নিজেদের প্রিয় কোনও বিষয় নিয়ে গ্রুপ করে যে-কোনও ছবি, ভিডিও লাইভ আলোচনা শেয়ার থেকে শুরু করে সব কিছুই সম্ভব । বন্ধুকে দেয়ার জন্য সব কিছুই রয়েছে ফেসবুকে । মার্ক জুকারবার্গ -এর ধরে ফেসবুকের জন্ম । তিনি ২০০৪ সালে্ এই ফেসবুক প্রতিষ্ঠা করেন । ফেসবুকের পুরো নির্দেশনা এবং কর্মকৌশল তিনিই প্রথম তৈরি করেন । হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি শিক্ষর্থীদের পড়াশোনায় সহায়ক ‘কোর্সম্যাচ’ নামে একটি সপটওয়্যার তৈরী করেন । এরপর তৈরি করেন ‘ফেসম্যাশ’ নামের আরেকটি সফটওয়্যার । পরবর্তীতে শিক্ষার্থীদের নাম, ঠিকানা ছবি ও তাদের সাথে যোগাযোগের বিস্থারিত তথ্য সম্বলিত একটি ওয়েবসাইট তৈরির পরিকল্পনা করেন মার্ক জুকারবার্গ আর এ পরিকল্পনা থেকেই জন্ম নেয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও বৃহত্তম সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক । ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারী হার্ভার্ডের ডরমিটারিতে ফেসবুকের যাত্রা শুরু । বর্তমানে এর ব্যবহারকরীর সংখ্যা ৭৫ কোটির ও বেশি । আর এর সম্পদের পরিমাণ ৫০ বিলিয়ন ডলার ।





Post a Comment

0 Comments