মাইক্রোসফট ওয়ার্ড-৭ এর মেনুর চিত্র ভিত্তিক বর্ণনা Pictorial description of Microsoft Word-7 menu
প্রিয় বন্ধুরা,
Microsoft Word-7 এর ব্যবহারিক ও ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বগতম ।
এর আগে আরো ০২ টিউটোরিয়াল দিয়েছি চাইলে দেখে আসতে পারেন।
01. What is Microsoft Word?
02. How to Start Microsoft Word-7?
Enjoy করুন আমাদের আজকের টিউটিারিয়াল
১। Ms. Word-7 প্যাকেজ প্রোগ্রামে কাজ করার সময় Document-1 Microsoft Word লেখা থাকে এই কালার করা অংশটিকে Title Bar বলে ।আপনি যখন যে Document এ কাজ করবেন তখন সেই Document এর নামটি Title Bar এ শো করবে । যেমন, Document-1
* নিচে দেখুন ...........
২। Title Bar এর আগে বাম পাশে গোল একটি লগো দেখা যায় । এটাকে বলা হয় Office লগো । মাউস পয়েন্টারটি Office বাটনের উপর রাখুন এবং মাউসের রাইট বাটনে ক্লিক করুন । এর পর দেখুন নিচে একটি শিট দেকা যাবে ।
* নিচে দেখুন ...........
* উপরের শিটের মধ্যে ৯টি অপসন এবং নিচে ২টি সহ মোট ১১টি অপসন দেওয়া আছে ।
New তে ক্লিক করার পর লেখালেখির জন্য নতুন একটি পেইজ আসবে ।
Open এ ক্লিক করার পর আগে কাজ করা যদি কোনও ফাইল থাকে সেটি এখানে আন্তে পারবেন ।
Save এ ক্লিক করার পর, যে Document টিতে আপানি কাজ করছেন সেটি সেভ করতে পারবেন । রাআাকতদাবঅবশ্যয় মনে রাখবেন কোনও Save করা Document এ কাজ করার সময় কিবোর্ড থেকে Ctrl + S চাপলে Auto সেভ হয়ে যাবে ।
Save As আপনি যে Document টিতে কাজ করছেন সেটি যদি আগের কোনও Document হয় তাহলে Save As দ্বারা আগের নামটি পরিবর্তন করে যে কোনও নাম দিতে পারবেন ।
Print যে কোনও ডকুমেন্ট প্রিন্ট করার সময় এই অপসনটিতে প্রবেস করতে হয় ।
Prepare এই অপসনটির মাধ্যমে বিষেশ প্রয়োজনিয় কোনও Document এ Password দিয়ে রাখতে পারেন ।
Send এর মাধ্যমে যে কোনও Document mail অথবা fax করতে পারবেন ।
Publish আপনার তৈরি করা যে কোনও Document: Website/ Blog এ প্রচার করতে পারবেন ।
Close এর দ্বারা বর্তমানে কাজ করা পেইজটি বাতিল করতে পারবেন ।
* Word Options: Microsoft Office Word 7 এর Advance সেটিং গুলো এখান থেকে সেট করতে হয় ।
* Exit Word: এর দ্বারা পোরো প্রোগ্রামটি বাতিল করা হয় ।
বন্ধুরা আজকের মতো এখানেই ষেশ করছি
আমন্ত্রন জানাচ্ছি আগামী টিউটোরিয়ালটি দেখার জন্য
আপনার ভালো লাগলে Share করুন বন্ধুদের সাথে।
আর কোনও বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যয় Comment করে জানাবেন ।
Fb Group digitalgallery
Fb Page digitagallery
0 Comments