মাইক্রোসফ্ট ওয়ার্ড কি? What is Microsoft Word?
প্রিয় বন্ধুরা,
Microsoft Word-7 এর ব্যবহারিক ও ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বগতম ।
Enjoy করুন আমাদের আজকের টিউটিারিয়াল
Secretarial
কাজ করার জন্য Microsoft
Word সারা বিশ্বে সর্বাধিক ব্যবহৃত হচ্ছ ।
Window ভিত্তিক
এ Word Processor Package
Program টি অ্যামেরিকার বিখ্যাত সফটওয়্যার কোম্পানি “মাইক্রোসফট কর্পোরেশন” কর্তৃক তৈরিকৃত ও বাজারজাতকৃত বলে
এর নামকরণ কা হয়েছে Microsoft
Word । Windows এর সীমাবদ্ধতা দূরীকরণের সাথে সাথে ১৯৮৮ সালে, ১৯৯২ সালে, ১৯৯৫ সালে, ১৯৯৭ সালের পর ২০০০ সালে এটির বিভিন্ন দিক পরিবর্তন করা হয়েছে । এটির
সর্বশেষ পরিবর্ধিত ও পরিমার্জিত ভার্সান (সংস্করণ) Microsft Word-7 । বর্তমান
বিশ্বের সর্বত্র Microsft Word-7 ব্যবহৃত
হচ্ছে । Microsft Word-7 একটি ইউজার ফ্রেন্ডলি গ্রাফিক্যাল ভার্সন ।আগের আাগের ভার্সন গুলোর সঙ্গে এর লুকিংয়ে পার্থক্য থাকলেও আগের ভার্সনগুলোর সব সুবিধাসহ নতুন অনেক সুবিধাও সংযুক্ত করা হয়েছে ।
Work For Microsoft Word দ্বারা যে সকল কাজ করা যায় ।
১। বাংলা, ইংরেজি ও আরবিসহ যে কোনও ভাষায় টাইপ করা যায় ।
২। ব্যক্তিগত, অফিসিয়াল ও বাণিজ্যিকসহ যে কোনও চিঠি পত্র তৈরি করা যায় ।
৩। বিভিন্ন ধরণের প্রজেক্ট প্রোফাইল তৈরি করা যায় ।
৪। যোগ, বিয়োগ, ভাগ ও গুণ সহ প্রাথমিক ধাপের গাণিতিক কার্যাবলী সম্পাদন কাযায় ।
৫। গাণিতিক সমীকরণ লিপিবদ্ধ করা যায় ।
৬। বিভিন্ন ধরণের ছবি সংযোজন এবং রংয়ের ব্যবহার করে ডকুমেন্টের সৌন্দর্য বৃদ্ধি করা যায় ।
৭। মূদ্রণ শিল্প কম্পোজ বা ছাপার যাবতীয় কাজ করা যায় ।
বন্ধুরা আজকের মতো এখানেই ষেশ করছি
আমন্ত্রন জানাচ্ছি আগামী টিউটোরিয়ালটি দেখার জন্য
আপনার ভালো লাগলে Share করুন বন্ধুদের সাথে।
আর কোনও বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যয় Comment করে জানাবেন ।
0 Comments