কম্পিউটারের বৈশিষ্ট । Feature of Computer
প্রথম প্রজন্মের কম্পিউটার
১। ভ্যাকুয়াম টিউব ও বিভিন্ন ধরনের বৈদ্যুতিক বর্তনীর ব্যবহার ।
২। ধীর গতি সম্পন্ন গণনাকরী যন্ত্র ।
৩। আকারে অনেক বড় ।
৪। পাঞ্চকার্ডের মাধ্যমে ইনপুট-আউটপুটের ব্যবস্থা করা হয় ।
৫। মেশিন ভাষার নির্দেশ প্রদান ।
৬। মেমরি হিসাবে ম্যাগনেটিক ড্রামের ব্যবহার ।
দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার
১। ট্রানজিস্টারের ব্যবহার শুরু হয় ।২। ম্যাগনেটিক কোর মেমরির ব্যবহার ও সহায়ক মেমরি হিসাবে ম্যাগনেটিক ডিস্কের উদ্ভাবন ।
৩। উচ্চগতি সম্পন্ন ও উন্নতমানের ইনপুট-আউটপুট ব্যবস্থার প্রচলন ।
৪। মেশিন ভাষার পরিবর্তে উচ্চ স্তরের ভাষার (যেমন COBOK, FORTRAN, ALGOL ইত্যাদি) ব্যবহার করা ।
৫। টেলিফোন লাইন ব্যবহার করে ডাটা প্রেরণের ব্যবস্থা ।
৬। উচ্চতর ভায়ার বহুল ব্যবহার ।
৭। বাস্তবিক ক্ষেত্রে Computer ব্যবহার শুরু ।
তৃতীয় প্রজন্মের কম্পিউটার
১। Computer এ একীভূত বর্তনীর (IC) প্রচলন ।
২। আকৃতিতে ছোট, দাম কম এবং ক্ষমতা বৃদ্ধি ।
৩। মুদ্রিত আকারে লাইন প্রিন্টরের ব্যবহার ।
৪। অর্ধপরিবাহী স্মৃতির ব্যবহার ।
৫। আউটপুট হিসেবে ভিডিও ডিসপ্লে ইউনিটের প্রচলন ।
৬। উচ্চতর ভাষার বহুল ব্যবহার ।
৭। মিনি কম্পিউটারের উদ্ভব ।
চতুর্থ প্রজন্মের কম্পিউটার
১। কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) ব্যবহার ।
২। বহু Microprsesor এবং ইলেকট্রনিক যন্ত্রাংশ বিশিষ্ট একীভূত বর্তনীর ব্যবহার ।
৩। ট্রানজিস্টরগুলোতে অপটিক্যাল ফাইবারের ব্যবহার ।
৪। উন্নত মেমরির তথ্য ম্যাগনেটিক বা বল মেমরির ব্যবহার ।
৫। মানুষের কণ্ঠস্বরের মাধ্যমে প্রদত্ত নির্দেশের অনুধাবন ।
৬। ডাটা ধারণ ক্ষমতার ব্যাপক উন্নতি ।
৭। অত্যন্ত শক্তিশালী ও উচ্চগতি সম্পন্ন Microprsesor ব্যবহার ।
৮। সুপার কম্পিউটারের উন্নয়ন ।
পঞ্চম প্রজন্মের কম্পিউটার
১। কৃত্রিম বুদ্ধিসম্পন্ন ।
২। তথ্য ধারণ ক্ষমতার ব্যাপক উন্নতি ।
৩। অধিক সমৃদ্ধশালী Microprsesor ।
৪। চুম্বক কোর স্মৃতির ব্যবহার ।
৫। বিপুল শক্তিসম্পন্ন Super Computer ।
৬। প্রোগাম সামগ্রীর উন্নতি ইত্যাদি ।
৭। স্বয়ংক্রিয় অনুবাদ, গ্রহণগোগ্য শব্দ দিয়ে কম্পিউটারের সাথে সংযোগ ।
বন্ধুরা আজকের মতো এখানেই ষেশ করছি
আমন্ত্রন জানাচ্ছি আগামী টিউটোরিয়ালটি দেখার জন্য
আপনার ভালো লাগলে Share করুন বন্ধুদের সাথে।
আর কোনও বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যয় Comment করে জানাবেন ।
0 Comments