ঈমান
ও আকাইদ
* ঈমান: “ঈমান” শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস করা, স্বীকার করা, ভরসা করা, নিরাপত্তা প্রদান
করা ইত্যাদি । শরীআতের
পরিভাষায় ঈমান বলা হয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক আনীত ঐ সকল বিষয়
যা স্পষ্টভাবে এবং অবধারিতরূপে প্রমাণিত, সে সমুদয়কে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি
আস্থাশীল হয়েবিশ্বাস করা এবং মুখে তা স্বীকার করা (যদি স্বীকার
করতে বলা হয়) আর কুরআন-হাদীছ এবং সাহাবায়ে কেরাম ও উম্মতের সর্বসম্মত
ব্যাখ্যা অনুযায়ী ধর্মের অবধারিত (বদীহী) বিষয়গুলোর ব্যাখ্যা প্রদান করা । সংক্ষেপে
ও সাধারণভাবে ইসলামের
ধর্মীয় বিশ্বাসকে ঈমান বলে ।
* মু’মিন: যার
মধ্যে ঈমান আছে তাকে মু’মিন
বলা হয় ।
* ইসলাম: “ইসলাম” শব্দের
শাব্দিক অর্থ মেনে নেয়া, আনুগত্য করা । শরীআতের
পরিভাষায় ইসলাম বলা হয় (ঈমানসহ) আল্লাহ
ও তাঁর রসূলের
আনুত্যকে মেনে নেয়া । সংক্ষেপে
ও সাধারণভাবে হযরত
মুহাম্মাদ (সা.) কর্তৃক আনীত
ধর্মকে ইসলাম বলা হয় বা ধর্মীয় কর্মকে ইসলাম বলা হয় ।
বি. দ্র. ‘ঈমান’
ও ‘ইসলাম’ শব্দ দুটো সমার্থকবোধকভাবেও ব্যাবহৃত হয়ে থাকে ।
* মুসলামান/মুসলিম: ‘ইসলাম’ ধর্ম
অনুরারীকে মুসলমান বা মুরলিম বলা হয় ।
* কুফ্র: যে
সব বিষয়ের প্রতি বিশ্বাস রাখাকে ঈমান
0 Comments