ads

করোনার পরিস্থিতিতে জুুমু‘আর নামায কিভাবে পড়বো ?

করোনার পরিস্থিতিতে বাসায় ‍জুুমু‘আর নামায পড়া যাবে কি?
-------------------------------------------------------------



প্রশ্ন : বর্তমান করোনার দুর্যোগময় পরিস্থিতিতে শুক্রবার যার যার ঘরে কয়েকজন মিলে বা ওয়াক্তী মসজিদে জুমু‘আর নামায পড়া যাবে কি?
.
উত্তর : জুমু‘আর জন্য যে শর্তাবলি রয়েছে তথা ওয়াক্ত, খুৎবাহ ছাড়াও শহর বা উপশহর হওয়া, ইজনে আম বা সবার প্রবেশের অনুমতি থাকা ইত্যাদি এগুলো পাওয়া না গেলে জুমু‘আ পড়া যায় না। তদুপরি রাসূলুল্লাহ (সা.), সাহাবায়ে কিরাম (রা.) ‍ও তাবিয়ীন-তাবে তাবিয়ীন (র.)-এর সময়ে কোন অবস্থায়ই ঘরে জুমু‘আ পড়ার কোন প্রমাণ নেই।
তাই বর্তমান করোনার দুর্যোগময় পরিস্থিতিতে বাসায় বা ওয়াক্তী মসজিদে জুমু‘আ না পড়ে জোহরের নামায পড়া বাঞ্ছনীয় হবে।
(দ্রষ্টব্য মুসনাদে ইবনুল জা’দ, হাদীস নং ২৯৯০/ মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং ৫১৭৫/ মারিফাতুস সুনান ওয়াল আছার, হাদীস নং ৬৩৩০/ সুনানুল কুবরা-বাইহাকী, হাদীস নং ২৬১৫/ মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, হাদীস নং ৫০৬৪/ হিদায়া, ১ম খণ্ড, ১১৪-১১৬ পৃষ্ঠা/ শরহে নুকায়া, ১ম খণ্ড, ১২৩-১২৫ পৃষ্ঠা/ ফাতাওয়া রশীদিয়া, ২য় খণ্ড, ৪৭ পৃষ্ঠা)
.
--- ‍মুফতী আবুল হাসান শামসাবাদী

Post a Comment

0 Comments