করোনা মহামারিতে, আতঙ্কনয় দরকার সচেতনতা
* এরোগের লক্ষণ
১।জ্বরদিয়ে ভাইরাসের আক্রমন শুরু হয়।
২। এরপর গলা
ব্যথা ও শুকনা কাশি দেখা দিবে।
৩। এক সাপ্তাহ পর
শুরু হবে শ্বাসকষ্ট ।
৪। কারও ক্ষেত্রে
ডায়রিয়াও দেখাদিতে পারে ।
* এই রোগ যেভাবে ছড়াই
১। আক্রান্ত
ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে।
২। আক্রান্ত
ব্যক্তিকে স্পর্শ করলে।
৩। পশু-পাখি বা গবাদি পশুর মাধ্যমে ।
* আমাদের করোনিয়
১। নিজেকে সবসময়
পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
২। ঘরের বাহিরে
মাস্ক ব্যবহার করুন।
৩। হ্যান্ড
সেনিটাইজার ব্যবহার করুন এবং বারবার হাত মুখ দুয়েনিন।
৪। হাত না ধুয়ে
চখ, মুখ ও নাক স্পর্শ করা থেকে বিরত থাকুন।
৫। মাছ-মাংশ
ভালোভাবে রান্নাকরে খাবেন।
৬। আক্রান্ত
ব্যাক্তি হতে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
৭। সাম্প্রতিক
আপনার এলাকায় কোনো প্রবাসী আসলে তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে
*অথবা নিজ
বাড়িতে আলাদা থাকতে বাধ্য করুন।
* করোনাসহ নতুন
নতুন সংক্রামক রোগ-ব্যাধি ও মহামারী দেখা দিলে তা থেকে আশ্রয় লাভে আল্লাহর কাছে প্রার্থনা
করা এবং ধৈর্যধারণ করা ছালাত আদায় করার নসিহত করেছেন বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। বেশি বেশি দোয়া কারার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন তিনি।
اَللّٰھُمَّ إِنّیْ أَعُوْذُ
بِکَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُوْنِ، وَالْجُذَامِ، وَمِنْ سَیِّءِ الْأَسْقَامِ ۔
অনুবাদ : আল্লাহুম্মা ইন্নি আয়ুজুবিকা মিনাল বারাছি, ওয়ালজুনূনি ওয়ালজুযামি, ওয়ামিন ছায়্যিইল আসক্বাম ।
0 Comments